হবিগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮জুন) সকালে হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন অর-রশীদের সভাপতিত্বে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে মামলা তদন্তে স্বাস্থ্য বিভাগের সাথে বিদ্যমান বিভিন্ন সমস্যা তথা এমসি, ময়না তদন্ত প্রতিবেদন, ধর্ষণ মামলায় শারীরিক পরীক্ষা, ডিএনএ, বয়স সংক্রান্ত ও এক্সরে রিপোর্টসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছির আরাফাতসহ অন্যান্য ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ‘ফৌজদারি বিচার ব্যবস্থায় চিকিৎসকদের ভূমিকা: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইন।
অনুষ্ঠানে পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল,অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল হক, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকার, হবিগঞ্জ সহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওগণ উপস্থিত ছিলেন।