স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশ চিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশ নিয়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এসময় ৪ পুলিশসহ কমপক্ষে ২০জন আহত হন। আহতদের মধ্যে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান সিতু জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমদ রিংগনের অবস্থা গুরুতর। রিংগনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বুধবার (২২ডিসেম্বর) সকাল থেকেই পুলিশ শহরে শায়েস্তানগর এলাকায় কেন্দ্রীয় বিএনপি সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জিকে গউসের বাসার সামনের রাস্তা বন্ধ করে দেয়। বেলা বাড়ার সাথে সাথে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশ এলাকায় যেতে চাইলে তারা পুলিশের বাধার মুখে পড়েন।

ছবি : পুলিশ বি্এনপির সংঘর্ষ চলাকালে আহত বিএনপির এক কর্মী
দুপুর দেড়টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশস্থলে যাওয়ার চেষ্টা নিয়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। উভয়পক্ষই একে অপরের উদ্দেশ্যে ইট পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। এসময় ওই এলাকায় সড়কে যান চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়।
এক পর্যায়ে নেতাকর্মীদের তোপের মুখে পুলিশ পিছ হটতে বাধ্য হয়। একদিকে ধাওয়া পাল্টা ধাওয়া অন্যদিকে সমবেত নেতাকর্মীদের উপস্থিতিতে ওই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, সাবেক চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পদক ইকবাল হোসেন শ্যামল ও স্থানীয় নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সমাবেশ শেষ করেন।

ছবি : বিএনপির সমাবেশ ভন্ডুল করতে পুলিশের এ্যাকশন
বিকেল পৌনে তিনটায় এ রিপোর্ট লেখার সময় অসংখ্য পুলিশ শায়েস্তানগর এলাকা প্রধান সড়ক ও আশপাশ এলাকায় অবস্থান করছিল। জেলা বিএনপি নেতা জিকে গউছ জানান, আমাদের শান্তিপুর্ন সমাবেশে পুলিশের বাধা উচিত হয়নি। তারা সমাবেশ ভন্ডুল করতে অনেক নেতাকর্মীদের পিটিয়েছে। যা অগণতান্ত্রিক ও ন্যক্কারজনক।
এদিকে হবিগঞ্জ মডেল থানার ওসি মাসুক আলীর মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। হবিগঞ্জ হাসপাতালের আরএমও মঈন উদ্দি চৌধুরী জানান ৪জন পুলিশ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া কেউ চিকিৎসা নিতে আসেননি।