হবিগঞ্জে পুলিশের টিআরসি পদে নির্বাচিতদের সংবর্ধনা দিল জেলা পুলিশ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 29 December 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে পুলিশের টিআরসি পদে নির্বাচিতদের সংবর্ধনা দিল জেলা পুলিশ

Link Copied!

রায়হান উদ্দিন সুমন  : “চাকরি নয়, সেবা” এই শ্লোগান নিয়ে বুধবার (২৯ডিসেম্বর) পুলিশের টিআরসি পদে চুড়ান্তভাবে নির্বাচিত ও তাদের অভিভাবকদের নিয়ে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ লাইনসে এই সভা অনুষ্ঠিত হয়।
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এ চুড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের সংবর্ধনা ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে হবিগঞ্জ জেলা পুলিশ।

ছবি : পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত পুলিশ সুপার এস এম মুরাদ আলি। এ সময় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এ চুড়ান্ত ভাবে নির্বাচিত ৪৬ জন (পুরুষ-৩৯/নারী-০৭) প্রার্থীদের ও তাদের অভিভাবকদের ফুল দিয়ে বরণ করে নেন তিনি।
সংবর্ধনা ও মতবিনিময় সভা শেষে পুলিশ সুপার প্রার্থীদের ও তাদের অভিভাবকদের নিয়ে প্রীতিভোজে অংশ নেন।
 উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমাসহ হবিগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।