হবিগঞ্জে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হল ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 4 January 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হল ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

Link Copied!

খায়রুল ইসলাম সাব্বির || মহামারি করোনা ভাইরাসের কারণে ৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জ জেলায় শুরু হয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও জেলা পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড।

রবিবার (৩ জানুয়ারি) হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে সারা দিনব্যাপী চলে প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াড।

এই বিজ্ঞান মেলায় সারা জেলা থেকে জুনিয়র গ্রুপে  ২২টি , সিনিয়র গ্রুপে ১৪ টি  এবং বিশেষ গ্রুপে ১৭টি সর্বমোট ৫৩টি দল প্রকল্প প্রদর্শনীতে অংশগ্রহণ করে। এছাড়া বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করে মোট ৫৫ জন সম্ভাবনাময়ী শিক্ষার্থী।

ছবি : বিজয়ী এক শিক্ষার্থীর হাতে পুরষ্কার তোলে দিচ্ছেন জেলা প্রশাসক কামরুল হাসান

সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জীর সভাপতিত্বে  সমাপনী এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।

উক্ত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারে উপপরিচালক তওহীদ আহমদ সজল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় সহ আরো অনেকেই।

এ সময় ৬ ক্যাটাগরিতে মোট ৯ টি দল ও ৯ জন শিক্ষার্থীকে তাদের অসাধারণ কৃতিত্বের জন্য তাদের হাতে পুরষ্কার তুলে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় ৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।