রবিবার (৩ জানুয়ারি) হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে সারা দিনব্যাপী চলে প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াড।
এই বিজ্ঞান মেলায় সারা জেলা থেকে জুনিয়র গ্রুপে ২২টি , সিনিয়র গ্রুপে ১৪ টি এবং বিশেষ গ্রুপে ১৭টি সর্বমোট ৫৩টি দল প্রকল্প প্রদর্শনীতে অংশগ্রহণ করে। এছাড়া বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করে মোট ৫৫ জন সম্ভাবনাময়ী শিক্ষার্থী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারে উপপরিচালক তওহীদ আহমদ সজল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় সহ আরো অনেকেই।
এ সময় ৬ ক্যাটাগরিতে মোট ৯ টি দল ও ৯ জন শিক্ষার্থীকে তাদের অসাধারণ কৃতিত্বের জন্য তাদের হাতে পুরষ্কার তুলে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় ৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।