হবিগঞ্জে পুনাকের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 23 January 2024

হবিগঞ্জে পুনাকের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

Link Copied!

হবিগঞ্জ জেলা পুনাকের পক্ষ থেকে দরিদ্র ও প্রতিবন্ধী শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২৩ জানুয়ারি দুপুরে হবিগঞ্জ পুনাক বিপণী বিতান প্রাঙ্গণে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), হবিগঞ্জ এর উদ্যোগে অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পুনাকের সভানেত্রী ডাঃ জান্নাতুল নাঈমা হক এর সভাপতিত্বে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পুনাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আক্তার হোসেন, এ সময় হবিগঞ্জ পুনাক সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মিণী ডাঃ জান্নাতুল নাঈমা হক পরম মমতায় অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

এছাড়া অনুষ্ঠানে পুনাকের অন্যান্য নেত্রীবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ খলিলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়