হবিগেঞ্জর মাষ্টার কোয়ার্টার রোডের চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন পুকুরটি দিনে দুপুরে মাটি ফেলে ভরাট করা হচ্ছে। বুধবার (১৩এপ্রিল) সরেজমিনে গিয়ে ভরাটের চিত্র দেখা যায়। তথ্য রয়েছে পুকুরটি হবিগঞ্জ পৌরসভার মালিকানাধীন হওয়ায় এটি ভরাট করে বহুতল মার্কেট করা হবে বলে একটি সুত্র নিশ্চিত করেছে ।
এই পুকুর ভরাট না করতে পৌর মেয়রের সাথে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার ফলপ্রসু আলোচনার করে ভরাট করা হবেনা মর্মে জানানোর পরও কেন এটা ভরাট করা হচ্ছে বিষয়টি বাপাসহ পৌরবাসীদের ভাবিয়ে তুলেছে। পুকুর ভরাট হওয়ায় উদ্বেগ জানিয়েছেন বাপাসহ হবিগঞ্জবাসী।
দখল, দূষণ, ভরাটের কারণে হবিগঞ্জের নদ-নদী, পুকুর ও প্রাকৃতিক জলাশয়ের অস্তিত্ব ক্রমেই বিপন্ন হচ্ছে এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে সর্বত্র। আর এই জন্য স্বাভাবিক নলকুপে পানি পাওয়া যাচ্ছেনা। বিশুদ্ধ পানির জন্য বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। যা গণমাধ্যমে উঠে আসা সংবাদ থেকে জানা গেছে । গত কয়েকবছর ধরে শুস্ক মৌসুমে এই সমস্যা প্রকট আকারে দেখা দিচ্ছে। নদনদী , পুকুর, প্রাকৃতিক জলাশয় গুলো খনন এবং যে পুকুর-জলাশয়গুলো ইতিমধ্যেই ভরাট , দখল হয়ে গেছে সেগুলোকে পুনরায় খননের আওতায় নিয়ে এসে এই সমস্যা সমাধানের চিন্তা করা দরকার বলে মনে করেন হবিগঞ্জবাসী।
পানির স্তর নিচে নেমে যাওয়ার যে সময়টাতে বিশুদ্ধ পানির সংকট প্রকট আকারে দেখা দিচ্ছ , স্বাভাবিক নলকূপ থেকে পানি পাওয়া যাচ্ছেনা, সেই সময়ে একটি পুকুর ভরাট করে মার্কেট / বহুতল ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন হবিগঞ্জ পৌরসভা। যা এই শহরের পরিবেশ –প্রতিবেশ এর জন্য উদ্বেগজনক।
এই বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোল (বাপা) এর হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল এর সাথে কথা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান, এক সময় এই শহরকে পুকুরের নগরী বলা হত। শহর এবং আশপাশের এলাকায় পুকুরই ছিল পানির ভরসা। আবার হয়তো আমাদেরকে ফিরে যেতে হবে পুকুর, জলাশয়ের পানি ব্যবহারে।
ভবিষ্যতের কথা চিন্তা করে যে পুকুর, জলাশয়গুলো শুকিয়ে গেছে, পানি নষ্ট হয়ে গেছে, দখল–ভরাট হয়ে গেছে সেগুলকে পুনরায় খনন, সংরক্ষণ এবং কিভাবে পরিশোধন করে ব্যবহার করা যায় সেই চিন্তা করতে হবে। কিছু পুকুর, জলাশয়কে ‘ রিজার্ভ ট্যাঙ্ক’ হিসেবে রাখতে হবে এখন থেকেই ।
তিনি আরো জানান,শহরের সার্বিক পরিবেশগত ভারসাম্য, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষা ও জলাবদ্ধতা থেকে শহরকে রক্ষার জন্য পৌর কর্তৃপক্ষ চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর ভরাট প্রক্রিয়া থেকে সরে এসে এই পুকুরসহ শহরের অন্যান্য পুকুর, জলাশয় সংরক্ষণ করবেন বলে আমরা আশা করছি।
এই বিষয়ে জানতে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সাথে যোগযোগ করার চেষ্টা করে হলে তিনি দেশের বাহিরে থাকায় তা সম্ভব হয়নি ।