হবিগঞ্জে পুকুর পুনঃখননের দাবিতে মানববন্ধন : স্মারকলিপি প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 2 July 2024
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে পুকুর পুনঃখননের দাবিতে মানববন্ধন : স্মারকলিপি প্রদান

এম এ রাজা
July 2, 2024 3:50 pm
Link Copied!

হবিগঞ্জ পৌরসভাধীন পানি উন্নয়ন বোর্ড এর পশ্চিম দিকে ও হবিগঞ্জ টাউন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ দিকে বিদ্যমান মরা পুকুরটি পুনঃ খনন করে পুকুরের চতুর্পাশ দিয়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করে জনসাধারণের নিরাপদে পথ চলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে হবিগঞ্জের সর্বস্তরে জনসাধারণ।

সোমবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় পানি উন্নয়ন বোর্ডের সামনের পুকুর পাড়ে দাঁড়িয়ে এই মানববন্ধন করে সমাজের সচেতন নাগরিকরা। পরবর্তীতে তারা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি সূত্রে জানা যায়, হবিগঞ্জ পৌরসভাধীন পানি উন্নয়ন বোর্ড পশ্চিম দিকে হবিগঞ্জ টাউন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন দক্ষিণ দিকের মরা কুকুরটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। দীর্ঘদিন পুকুরটি খনন না করায়, শহরের আবর্জনা, কচুরিপানায় ও মাটিতে ভরে গেছে।

ফলে বৃষ্টিতেই পানি উন্নয়ন বোর্ডের সামনের প্রধান রাস্তা জলাবদ্ধতার সৃষ্টি হয়ে রাস্তা পুকুরে পরিণত হয়। একসময় এই পানি শায়েস্তানগর এলাকার বিভিন্ন বাসা বাড়িতেও প্রবেশ করে। তাছাড়াও ঐতিহ্যবাহী পুকুরটি মরে যাওয়ায় শুষ্ক মৌসুমে ফায়ার সার্ভিসের জন্য পানির ব্যবস্থা করা কষ্টকর হয়ে পড়ে।

হবিগঞ্জের সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক চৌধুরী মিস বাহুল বারী লিটনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব ও হবিগঞ্জ জেলা ন্যাপের সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ আহমেদ চৌধুরী,বীরমুক্তিযোদ্ধা ‘মোহাম্মদ আলী মমিন,হবিগঞ্জের বাপার সম্পাদক তোফাজ্জল সোহেল, আপু চৌধুরী,এডভোকেট মোঃ ফয়সল আহমেদ চৌধুরী, তাতী লীগের জেলা জাধারন সাম্পাদক মোঃ জসিম উদ্দিন, মোঃ রাজন, মোঃ সামী, মোঃ অনিক প্রমুখ।