ঢাকাSaturday , 11 November 2023
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে পিবিআই’র নতুন পুলিশ সুপারের যোগদান

এম এ রাজা
November 11, 2023 7:58 pm
Link Copied!

বাংলাদেশ পুলিশের বিশেষ সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হবিগঞ্জের প্রধান হিসেবে যোগদান করেছেন পুলিশ সুপার ( পিবিআই) মোঃ হায়াতুন নবী । শনিবার (১১ নভেম্বর) তিনি হবিগঞ্জ পিবিআই কার্যালয়ে যোগদান করেছেন।

এসময় পিবিআই সকল অফিসার ফোর্স তাকে ফুল দিয়ে বরণ করেন। পুলিশ সুপার হায়তুন নবী এর আগে পুলিশ হেডকোয়ার্টার্স, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ড, হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারসহ দেশের বিভিন্ন জায়গায় সুনামের সাথে কাজ করেছেন। তিনি ২৮তম বিসিএস এ সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

নবাগত পুলিশ সুপারের নেতৃত্বে পিবিআই, হবিগঞ্জ জেলা সেবাপ্রত্যাশীদের সেবা প্রদানে বদ্ধপরিকর। হবিগঞ্জে সঠিকভাবে দায়িত্বপালনের জন্য স্থানীয় গণমাধ্যম ও সুশীল সমাজসহ সকলের সহযোগিতা কামনা করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার হায়াতুন নবী।