তারেক হাবিব, প্রধান প্রতিবেদক ॥ বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুরে সেনা বাহিনীর পিক-আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ২ সেনা সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ এপ্রিল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

ছবিঃ হবিগঞ্জ সদর হাসপাতালে সেনা সদস্য।
জানা যায়, ঢাকা সেনানিবাস থেকে সিলেট সেনানিবাসের উদ্দেশ্যে একটি ফ্রিজিং ভ্যান ঢাকা-সিলেট মহাসড়কের ওই এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে কর্পোরাল ইমাম (৪৫), সৈনিক সৈয়দ নাছরুল আহমদ (৪০) আহত হন। উভয়ই সিলেট সেনানিবাসে কর্মরত আছেন বলে জানা গেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, সেনা বাহিনীর গাড়ী দুর্ঘটনার খবর পাওয়ার পর তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ীটি উদ্ধার করে সংশ্লিষ্ট দপ্তরে বার্তা প্রেরণ করা হয়েছে।