এম এ রাজা : হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালসহ এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। আটককৃত ওই নারীর নাম রোকেয়া আক্তার ওরফে রোজিনা ।
সে নবীগঞ্জ উপজেলার দিঘলবাঘ ইউনিয়নের ডেওয়াতলী গ্রামের বাসিন্দা মোঃ নাজমুল হোসেন চৌধুরী নামের এক ব্যক্তির মেয়ে পরিচয় দিয়ে নাম ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে আসছিল।
প্রকৃতপক্ষে সে কক্সবাজার উপজেলার উকিয়া রোহিঙ্গা ক্যাম জি এফ ৩ বাসিন্দা হারুন মিয়ার মেয়ে। রবিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার সময় দালাল মোঃ আমানুল রসিদ মাহির সাথে পাসপোর্ট করতে আসে।
এরপর ওই মহিলার কথাবার্তায় পাসপোর্ট অফিস কর্তৃপক্ষের সন্দেহ হয়। তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে সদর থানার এস আই কৃষ্ণধন সরকারসহ একদল পুলিশ সদস্য এসে রোহিঙ্গা নারীসহ দালালকে আটক করে নিয়ে যায়।
আটককৃত দালাল বানিয়াচং উপজেলার বাসিন্দা হারুন রশীদের ছেলে। সে বর্তমানে শহরের রাজনগর এলাকায় বসবাস করছে।
এ বিষয়ে এসআই কৃষ্ণধন সরকার বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বজলুর রশিদ।