হবিগঞ্জে পাচারের সময় ভিজিএফ’র ৫১ বস্তা চাল আটক : ১ জনকে কারাদণ্ড প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 31 July 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে পাচারের সময় ভিজিএফ’র ৫১ বস্তা চাল আটক : ১ জনকে কারাদণ্ড প্রদান

Link Copied!

স্টাফ রিপোর্টার : শুক্রবার (৩১শে জুলাই) লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামে সরকারি ভিজিএফ হিসেবে বিতরণের জন্য আনা ৫১ বস্তা চাউল হবিগঞ্জে পাচারের সময় হবিগঞ্জ শহরের বগলা বাজারে আটক করা হয়।

লাখাই উপজেরার মুড়িয়াউক গ্রামের মৃত আরজুদ্দিনের পুত্র ছুরুক উক্ত চাউল বিক্রির জন্য ট্রাকে করে হবিগঞ্জ পাঠান। গোপন সূত্রে খবর পেয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লুসিকান্ত হাজং এবং হবিগঞ্জ থানা পুলিশের এর সহায়তায় উক্ত চাল হবিগঞ্জ শহরের বগলা বাজার থেকে সকাল ১০টায় আটক করা হয়।

 

ছবি : ছবিটি প্রতীকি হিসেবে ইন্টারনেট থেকে নেয়া

 

চাল পাচারকারী ছুরুককেও ঘটনাস্থল থেতেই আটক করা হয়। কিন্তু পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে শাস্তি দেয়ার প্রস্তুতি গ্রহণের সময় সুযোগ বুঝে উক্ত ছুরুক পুলিশ কাস্টডি থেকে পলায়ন করেন। পরে সন্ধ্যা ৭ টার দিকে তিনি লাখাই থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এর পর উক্ত চালের কাছে তাকে নিয়ে এসে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শামসুদ্দিন মোহাম্মদ রেজা মোবাইল কোর্ট বসিয়ে ছুরুক কে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

উক্ত ৫১ বস্তা চাল স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারের জিম্মায় রাখা হয়েছে ঈদের পর এই চাল নিলামের মাধ্যমে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা করা হবে। লাখাই থানা পুলিশের ওসি তদন্ত জনাব অজয় দেব ছুরুকের আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেন।

দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুদ্দিন মোহাম্মদ রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

ছুরুক ওই চাল যাদের কাছ থেকে সংগ্রহ করে পাচার করতে যাচ্ছিল তাদের শাস্তি নিশ্চিত করতে পরবর্তীতে অধিকতর তদন্ত করা হবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা দেখবেন। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি লুসিকান্ত হাজং।