হবিগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগ জালিয়াতির ঘটনায় ব্যবস্থা নেবে প্রশাসন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 11 December 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগ জালিয়াতির ঘটনায় ব্যবস্থা নেবে প্রশাসন

Link Copied!

হবিগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের লোক নিয়োগ পরীক্ষায় তথ্য জালিয়াতির ঘটনায় সংবাদ প্রকাশ হওয়ার পর
এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে হবিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগ।

এ ব্যাপারে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মীর সাজেদুর রহমানের সাথে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, লিখিত অভিযোগ ও পত্রিকার প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে তথ্য গোপন করে চাকরির আবেদন করার বিষয়টি আমলে নিয়েছেন তারা।

অভিযোগ ওঠা এলাকাগুলোতে লোক নিয়োগের ক্ষেত্রে ওই এলাকার বাসিন্দা নন যারা তাদেরকে চূড়ান্ত নিয়োগ পত্র প্রদান করা হবে না।

তিনি জানান, পত্রিকার সংবাদ প্রকাশিত হওয়ায় এ ব্যাপারে কাজ করতে তাদের জন্য সুবিধা হবে। এর আগে ৭ ডিসেম্বর দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সংবাদ প্রকাশিত হয় যে, হবিগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা বিভাগে ৪টি পদে ৮০ জন লোক নিয়োগের পরীক্ষায় তথ্য জালিয়াতির মাধ্যমে কয়েকজন প্রার্থী নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।

নিয়োগের ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ উঠা এলাকাগুলো হলো- হবিগঞ্জ সদর উপজেলার পইল, রিচি ইউনিয়ন,ও নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়ন।

জানা গেছে, গত বছরের ১৩ আগস্ট জেলার ৭৮টি ইউনিয়নে পরিবার পরিকল্পনা সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও আয়ার পদে ৮০ জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে হবিগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের কার্যালয়।

পদগুলোর বিপরীতে নিয়োগপ্রত্যাশী ৮ হাজার ৬৪২ জন আবেদন করলেও পরীক্ষা দিয়েছিলেন ৪ হাজার ৫৯৫ জন। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চলতি বছরের ৩০ নভেম্বর ৭৯ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়। এরপর হবিগঞ্জ সদর উপজেলার পইল, রিচি ইউনিয়ন,নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নে নিয়োগের জন্য মনোনীতদের বিরুদ্ধে তথ্য জালিয়াতি ও ঠিকানা পরিবর্তন করে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের অভিযোগ ওঠে।

অভিযোগকারীদের দাবি, নিয়োগের শর্ত অনুযায়ী নিয়োগ প্রত্যাশীরা যে এলাকার স্থায়ী বাসিন্দা সেই এলাকায় চাকরির আবেদন করতে পারবেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অকৃতকার্য খাদিজা আক্তার জানান, রিচি ইউনিয়নে চূড়ান্তভাবে মনোনীত ব্যক্তি এই এলাকার স্থায়ী বাসিন্দা নন।

এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য আমি পরিবার পরিকল্পনা বিভাগে আবেদন জানিয়েছি। নিয়োগ বিজ্ঞপ্তিতে নবীগঞ্জ উপজেলার দাসের কোনা, দেবপাড়া, ভাড়াকোনা বাঁশডর গ্রাম থেকে লোক নিয়োগের কথা উল্লেখ থাকলেও এই এলাকাগুলোর জন্য মনোনীত করা হয় পাশের গ্রামের একজনকে। অথচ এ চারটি গ্রাম থেকে চারজন মৌখিক পরীক্ষায়ও অংশ নিয়েছিলেন।