এফ এম খন্দকার মায়া : হবিগঞ্জ জেলা সদরের পইল ইউনিয়নে অসহায় কর্মহীন দরিদ্র দিনমজুর পরিবারে হবিগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী নিয়ে গেলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন ।
সোমবার (২৭ জুলাই) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন পইল ইউনিয়নের চেয়ারম্যান মঈনুল হক আরিফ এর তত্বাবধানে দ্বিতীয় দিনে বন্যায় প্লাবিত প্রায় অর্ধ শতাধিক পরিবারে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
জনা যায়, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই খাদ্য উপহার নিয়ে পইল ইউনিয়নে বন্যায় প্লাবিত দরিদ্র দিনমজুর পরিবারের মাঝে উপস্থিত হন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন। ভর দুপুরের কড়া রোদে ঘুরে বেড়িয়েছেন পানিবন্দী মানুষের দ্বার থেকে দ্বারে। বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধ শতাধিক পরিবারের হাতে দ্বিতীয় দিনে তুলে দেন খাদ্য উপহার সামগ্রী।
এ বিষয়ে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক সাহের সুযোগ্য পুত্র পইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ বলেন, সাহায্যের পরিমান যৎসামান্য হলেও দুর্দশাগ্রস্ত মানুষের জন্য ছিল তা ভালোবাসার অনন্য নিদর্শন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সম্মানিত ইউএনও সাখাওয়াত হোসেন উনার দেয়া কথা মত আজ দ্বিতীয় দিনেও তিনি এই উপহার সামগ্রী নিয়ে আমার ইউনিয়নে এসেছেন।