হবিগঞ্জে নেটওয়ার্কিং পার্টনার্স ডিআরআর ট্রেনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 28 August 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে নেটওয়ার্কিং পার্টনার্স ডিআরআর ট্রেনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

অনলাইন এডিটর
August 28, 2020 3:18 am
Link Copied!

ছবি: নেটওয়ার্কিং পার্টনার্স ডিআরআর ট্রেনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত।

 

এফ এম খন্দকার মায়া ।। হবিগঞ্জে নেটওয়ার্কিং পার্টনার্স ডিআরআর ট্রেনিং ওয়ার্কশপ (Networking Partners DRR Training) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বেলা ১০.৩০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ-২ (ট্রেনিং কক্ষ) এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।

জানা যায়, কমিউনিটি ইনিটিভাইটস সোসাইটি (সিআইএস) Community Initiative Society (CIS) কর্তৃক নেটওয়ার্কিং পার্টনার্স ডিআরআর ট্রেনিং (Networking Partners DRR Training) এর উপর এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এই ট্রেনিং ব্যবস্থাপনায় কয়েকটি সংস্থা পার্টনার হিসেবে কাজ করে যাচ্ছ। যাতে করে বর্তমান তথ্য প্রযুক্তি সুষ্ঠু ব্যবহার করা যায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত হোসেন রুবেল প্রমুখ।