রায়হান উদ্দিন সুমন : স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত কোর্ট চালুর করার দাবীতে মানববন্ধন পালন করেছে হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতি আইনজীবিরা । মঙ্গলবার (১৫জুন) বার লাইব্রেরি ও আদালত চত্ত্বরে দুপুর ১২টায এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে সকল কোর্ট খুলে দেওয়া দাবি জানান এডভোকেট সমিতির আইনজীবিরা।

ছবি : হবিগঞ্জে নিয়মিত কোর্ট চালু করার দাবীতে মানববন্ধন করেছেন আইনজীবিরা
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, করোনা মহামারীর কারণে সারা বিশ্বের মানুষই আজ ক্ষতিগ্রস্থ। আমাদের দেশেও সব শ্রেণী পেশার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে অধিকাংশ ক্ষেত্রেই বিধি নিষেধ শিথিল করেছেন। কিন্তু বিচারাঙ্গনে এখনও কঠোর নিয়ন্ত্রণের ফলে নিয়মিত কোর্ট চালু না থাকায় সাধারণ বিচার প্রার্থী মানুষ ন্যায় বিচার বঞ্চিত হচ্ছে।
তারা বলেন, সরকার মানুষের জীবন যাত্রা স্বাভাবিক করার জন্য অধিকাংশ ক্ষেত্রেই স্বাস্থ্য বিধি মেনে কার্যক্রম পরিচালনা সুযোগ দিয়েছে। আমরা চাই বিচারাঙ্গনেও স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিকভাবে কাজ করতে। স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত কোর্ট চালুর মাধ্যমে বিচারাঙ্গনে কার্যক্রম স্বাভাবিক করার দাবী জানান মানববন্ধনে আসা আইনজীবীরা। মানববন্ধনে হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির সভাপতি ছাড়াও বিপুল সংখ্যাক আইনজীবি উপস্থিত ছিলেন।