এম এ রাজা : সারাদেশে করোনা মহামারীর কারণে ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন এই ঈদে শপিংমল খুলবেন না।পরবর্তীতে আনুষ্ঠানিক ভাবে ব্যবসায়ী নেতারা এই ঈদে দোকান খুলতে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা কে বুড়ো আংগুল দেখিয়ে ঠিকই তাদের দোকান খুলছেন নিয়মিত।

ছবি : সপিংমল খোলা রাখায় সেখানে অভিযান চালায় মোবাইল কোর্ট
এই তালিকায় রিচম্যান, ইয়েস পয়েন্টের মত শোরুম ও আছে। এছাড়া সারা শহরে আপ শাটার এক শাটার ব্যবসায়ী তো আছেই। সোমবার (১১ মে) সকাল সাড়ে এগারোটার সময় সরেজমিনে গিয়ে দেখা যায় রিচম্যানের, ইয়েস পয়েন্টের মত শোরুমগুলো ও খোলা। আমার হবিগঞ্জ প্রতিনিধি থাকাকালীন সময়ে ওই শোরুমে ভ্রাম্যমাণ আদালত প্রবেশ করেন এবং শোরুমের ম্যানাজার কে প্রথমবারের মতো ওয়ার্নিং দিয়ে যান যে শোরুম বন্ধ রাখতে নয়তো পরবর্তীতে জেল ও জরিমানা করা হবে।