খায়রুল ইসলাম সাব্বির || খাদ্য নিরাপত্তায় সরকার খুবই আন্তরিক। নিরাপদ খাদ্যের ব্যাপারে জনসচেতনতা তৈরি করতে হবে। কী করলে খাদ্য নিরাপদ থাকে সে ব্যাপারে সবার জ্ঞান থাকতে হবে।
সোমবার (৪ অক্টোবর ) বিকাল ৩ ঘটিকায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
উক্ত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী । আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফাজ উদ্দিন। সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার হাবিবুর রহমান প্রমুখ।