এম এ রাজা হবিগঞ্জ প্রতিনিধি।। করোনা ভাইরাস বিশ্ব মহামারির এই পর্যায়ে ঘরে বসে নেই নারীরাও। পরিস্থিতি এতটাই খারাপ যা দেখে এই নারীরাও ঘরে বসে থাকতে পারেননি। গত ৪ই এপ্রিল মাত্র ১০ জন সদস্য নিয়ে হবিগঞ্জ নারী সংগঠন “আমরা একটি পরিবারের” পথচলা শুরু। এই পর্যায়ে তাদের সদস্য সংখ্যা প্রায় ৫০ জন। তাদের উদ্দেশ্য হচ্ছে মধ্যবিত্তদের পাশে দাঁড়ানো, হবিগঞ্জ নারী সংগঠন (আমরা একটি পরিবার) তারা প্রথমে অসহায় মধ্যবিত্তের খুঁজে একটা লিস্ট করেন। পরবর্তীতে ত্রাণসামগ্রী প্যাকেট করে তারা নিজ দায়িত্বে মধ্যবিত্তদের ঘরে পৌঁছে দেন, সেক্ষেত্রে ত্রাণ গ্রহণকারীর পরিচয় গোপন রাখেন।
ইতোপূর্বে তারা গত ১২ই এপ্রিল প্রায় ৪০ মধ্যবিত্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এবং গত ১৪ই এপ্রিল ইনাতাবাদ নুরানী হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার ২৩শে এপ্রিল আবারো তারা চল্লিশ মধ্যবিত্ত ফ্যামিলিকে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। উত্ত ত্রাণ সামগ্রী বিতরণ উপলক্ষে উপস্থিত ছিলেন হবিগঞ্জের মেয়র মিজানুর রহমান মিজান ও ব্যারিস্টার সাইদুল হক সুমন।
নারী সংগঠনের ত্রাণসামগ্রীর অর্থায়ন মূলত তারা নিজেরাও সমাজের বিত্তশালীদের কাছ থেকে সংগ্রহ করেন। ইতোপূর্বে মিজানুর রহমান মিজান মেয়র তাদের সংগঠনকে ১০হাজার টাকা সহায়তা করেছেন এবং আজ ২৩শে এপ্রিল ব্যারিস্টার সায়েদুল হক সুমন তাদেরকে আরো ১০ হাজার টাকা সহায়তা করেছেন।