হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি” হবিগঞ্জ জেলা’র উদ্যোগে বৃহস্পতিবার (১৬এপ্রিল) দুপুরে হবিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড খাদ্যগুদাম রোড, গরুরবাজার, ও কামড়া পুর পয়েন্ট জীবাণুনাশক স্প্রে এবং সচেতনামূলক মাইকিং করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা করোনা ভাইরাস প্রতিরোধে নাগরিক কমিটির আহবায়ক চৌধুরী মিজবাহ উল বারী লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির জেলা সাধারন সম্পাদক ও সচেতন নাগরিক কমিটির সম্মানিত সদস্য কমরেড পীযুষ চক্রবর্তী, হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও জিপি এডভোকেট আফিল উদ্দিন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোঃ জাহির উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ করোনা ভাইরাস প্রতিরোধ সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব ফারহাদ আহমেদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক শরীফ চৌধুরী, প্রভাষক মৃদুল কান্তি রায়, সম্মানিত সদস্য মীর দুলাল, মাধব সরকার, আশরাফ উদ্দিন চৌধুরী অনিক, অপু আহমেদ রওশন, মিনহাদ আহমেদ চৌধুরী প্রমূখ।