হবিগঞ্জে নদীরক্ষা কমিটি সভার অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 23 February 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে নদীরক্ষা কমিটি সভার অনুষ্ঠিত

এম এ রাজা
February 23, 2022 11:11 pm
Link Copied!

হবিগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার সময় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জি; সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা); নাজরাতুন নাঈম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহনেওয়াজ তালুকদার; উপপরিচালক পরিবেশ অধিদপ্তর, হবিগঞ্জ, মিজানুর রহমান; চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মাধবপুর এস এফ এ এম শাহজাহান; ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ।

সভায় হবিগঞ্জ জেলার বিভিন্ন নদীর পানিদুষণ নিয়ে বিশদ আলোচনা করা হয়। বিশেষভাবে সুতাং নদীর পানি দূষণ নিয়ে সভায় সংশ্লিষ্ট সকলে তাদের মতামত ব্যক্ত করেন।

জেলা প্রশাসক এসময় জেলার দূষিত নদীগুলোর প্রাণ ফিরিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে আহ্বান জানান।