হবিগঞ্জ সদর : হবিগঞ্জ ধুলিয়াখাল আঞ্চলিক প্রবাসী ফাউন্ডেশন এর উদ্যোগে ধুলিয়াখাল গ্রামের শতবর্ষী হালিম চাঁন বিবিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে একটি পাঁকা ঘর তৈরির উদ্বোধন এবং একই গ্রামের মেয়ের বিয়ের জন্য মোঃ ছালেক মিয়াকে নগদ ২০ হাজার টাকা উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে ২ জন অসহায় দের মাঝে এই উপহার প্রদান কারা হয়।
ধুলিয়াখাল প্রবাসী ফাউন্ডেশন দেশের প্রতিনিধি সভাপতি মোঃ কাইয়ূম এর উপস্থাপনায় অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিয়াখাল গ্রামের গর্ব বেরিষ্টার শাখাওয়াত হোসেন রিপন। উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ছালেক মিয়া, মকসুদ মিয়ে, রুপক খান, এবং হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোঃ শরীফুল ইসলাম সহ এলাকার বিশেষ ব্যক্তিবর্গ।
এসময় বক্তব্যে ধুলিয়াখাল প্রবাসী ফাউন্ডেশনের এর প্রতিষ্টাতা আমেরিকা প্রাবাসী তাজুল ইসলাম মানিক এবং কুয়েত প্রবাসী মোঃ আজমান খানসহ এলাকার ৭৫ জন প্রবাসী ফাউন্ডেশনের সদস্য কে ধন্যবাদ জানানো হয়।