হবিগঞ্জে দেশ রুপান্তর পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 20 December 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে দেশ রুপান্তর পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Link Copied!

খায়রুল ইসলাম সাব্বির :  আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে হবিগঞ্জ প্রেসক্লাবে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দেশ রূপান্তরের হবিগঞ্জ জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার ।

 

ছবি : দেশ রুপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় মঞ্চে উপস্থিত প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল,প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ, হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল মনসুর, সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ, প্রেসক্লাবের বর্তমান সভাপতি মোঃ ইসমাইল হোসেন, শব্দকথা টোয়েন্টিফোর ডটকমকে সম্পাদক মনসুর আহমেদ, কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন, যুগান্তরের জেলা প্রতিনিধি এখলাছুর রহমান খোকন, প্রথম আলোর জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান প্রমুখ।

 

এছাড়াও অনান্য দের মধ্যে উপস্থিত ছিলেন ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, সাংবাদিক শাকিলা আক্তার ববি, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ রাজাসহ আরো অনেকেই।

অনুষ্ঠান শেষ দুই জন মানবিক দৃষ্টান্ত স্থাপনকারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়