এফ এম খন্দকার মায়া ।। হবিগঞ্জ জেলার সদর উপজেলায় দৃষ্টি প্রতিবন্ধী আমিনুল ইসলাম সদ্য প্রকাশিত এসএসসি পরিক্ষা ৩.৫৬ পেয়ে পাশ করেছে।
জানা যায় , গত ৩১-০৫-২০ইং তারিখে এসএসসি ও সমমান পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হলে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরের গংগানগর হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া দৃষ্টি প্রতিবন্ধী আমিনুল কৃতকার্য হয়।
খোঁজ নিয়ে দেখা যায় সে ৩.৫৬ পেয়ে পাস করেছেন দৃষ্টি প্রতিবন্ধী আমিনুল।
আমিনুল হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের লস্করপুর গ্রামের কৃষক নূরুল ইসলামের ছেলে।
এসএসসিতে কৃতকার্য হওয়ায় গ্রামবাসী ও তার সহপাঠীদের মধ্যে খুশির জোয়ারে বইছে।তার এমন সফলতায় স্কুলের শিক্ষকরা আনন্দিত।

তার সহপাঠিদের সাথে কথা হলে তারা জানায় আমিনুলের চোখের দৃষ্টি নেই। কিন্তু মনের দৃষ্টি প্রবল।সে এগিয়ে যেতে চায়। আমরা বিশ্বাস করি সে কলেজে ভর্তি হয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে একদিন সফল মানুষ হবে।
এ বিষয়ে আমিনুল জানায় সে লেখাপড়া শেষ করে একজন আদর্শ শিক্ষক হতে চায়। সে তার সফলতার জন্যে শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এবং এই সফলতা অব্যাহত রাখতে দোয়া চায়। সে তার চলার পথে সরকারি সহযোগিতাও কামনা করে।