হবিগঞ্জে দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 6 March 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

Link Copied!

তারেক হাবিব, হবিগঞ্জ থেকে  :  হবিগঞ্জে শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাষ্ট এর উদ্দ্যোগে অসহায় ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬মার্চ) সকালে স্থানীয় সুলতানশীতে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলাই প্রশিক্ষণ কর্মসুচির সভাপতি ও কেন্দ্রিয় কমিটির সভাপতি আক্তার হোসেন, বিশেষ অতিথি সমাজ সেবক এডভোকেট মঈনুল হাসান দুলাল, ইউপি চেয়ারম্যান হাবিবুুর রহমান চৌধুরী টেনু প্রমুখ। অনুদান বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন আওয়ামীগীল নেতা ফজর আলী। এ সময় অসহায় ৫ জন নারীতে সেলাই মেশিন ও আর্থিক সাহায্য প্রদান করা হয়।