ফরিদ উদ্দিন মাসউদ :: আজ বেলা ১১,টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জেলার ২৭টি হতদরিদ্র পরিবারের প্রতিনিধিদের কাছে যাকাত ফান্ডের চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুল ইসলামের পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মর্জিনা আক্তার। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান। তিনি আরো বলেন, আসুন এই সময়ে বেশি করে ফলজ ও ঔষধি গাছ লাগাই সম্পদ বাড়াই। তিনি সরকারের নানা কল্যাণমূলক কাজের বর্ণনা দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।
উল্লেখ্য, যে অনুষ্ঠানে ২৭জনের প্রত্যেককে পাঁচ হাজার পাঁচশত টাকার চেক প্রদান করা হয়।