হবিগঞ্জে রিক্সা চালক,টমটম চালাক,ভেনগাড়ি চালক ও ভিক্ষুকদের নিয়ে ইফতার করলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগে সভাপতি প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম। মঙ্গলবার (৪এপ্রিল) চেম্বার ভবনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মোতাচ্ছিরুল ইসলাম বলেন, যাদের জীবন পথেই পথ চলতে চলতে ইফতারের সময় ঘনিয়ে এলেও যারা নানা কারণে বাড়ি পৌঁছাতে পারেন না কিংবা যাদের যাওয়ার কোনো জায়গাই নেই এমন মানুষদের জন্য আমার এই আয়োজন।