হবিগঞ্জে থেমে নেই কথিত দন্ত চিকিৎসক বিশ্বজিৎ আচার্য্যের অপচিকিৎসা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 12 February 2023
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে থেমে নেই কথিত দন্ত চিকিৎসক বিশ্বজিৎ আচার্য্যের অপচিকিৎসা

মুহিন শিপন
February 12, 2023 9:08 pm
Link Copied!

হবিগঞ্জের আলোচিত ভুয়া দন্ত চিকিৎসক বিশ্বজিৎ আচার্য্যের অপচিকিৎসা কিছুতেই থামছেনা। বিএমডিসির রেজিস্ট্রেশন না থাকা সত্ত্বেও ঝরনা ডেন্টাল কেয়ার নামে একটি দন্ত চিকিৎসালয় খুলে নিজের নামের সাথে ডাঃ পদবি ব্যবহার করে প্রতারনার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সে। এ বিষয়ে ভুক্তভোগী এক রোগী সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি ভুক্তভোগী রোগী তার দাঁতের সমস্যার কারনে হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খাঁন সড়কে (আমির চাঁন কমপ্লেক্সের বিপরীতে) অবস্থিত ঝরণা ডেন্টাল কেয়ারে যান। সেখানকার কথিত চিকিৎসক বিশ্বজিৎ আচার্য্য তার দাঁতে খানিক সময় খোঁচাখুঁচি করে দাঁতটি ক্যাপ করাতে হবে জানান।

ক্যাপের খরচ বাবদ ৫ হাজার টাকাও দাবী করেন তিনি। একই সময় তিনি তার প্যাডে কয়েকটি ওষুধের নাম লিখে সেগুলো সেবনের পরামর্শ দেন। ভুক্তভোগী ঔষধ সেবনের পরেও কোন ধরনের প্রতিকার পাননি উল্টো দাঁতের সমস্যা আরও বেড়েছে।

পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন বিশ্বজিৎ আচার্য্য বিএমডিসির রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোন ডাক্তার নন। তিনি ভুয়া পদবি ও ডিগ্রী ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন। এমনকি অপচিকিৎসার দায়ে তিনি কারাভোগও করেছেন।

এ বিষয়ে ভুক্তভোগী রোগী জানান, হবিগঞ্জ শহরের মধ্যে এমন একজন ভুয়া ডাক্তার চেম্বার খুলে কিভাবে রোগী দেখছেন সেটা আমার বোধগম্য হচ্ছে না। তার চেম্বারের চাকচিক্য দেখে যে কেউ প্রতারিত হতে পারে। আমি প্রশাসনের দারস্থ হয়েছি। আশা করছি প্রশাসন ভূয়া চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হবিগঞ্জ শহরে প্রাণকেন্দ্র বদিউজ্জামান খান সড়কে ঝরনা ডেন্টাল কেয়ার নামে একটি চিকিৎসালয়ে ৪ শ’ টাকা ভিজিটে নিয়মিত রোগী দেখছেন বিশ্বজিৎ আচার্য্য।

অভিযোগের বিষয়ে কথিত ডাক্তার বিশ্বজিৎ আচার্য্যের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন বলে কল কেটে দেন।

একই বিষয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূরুল হক বলেন, অভিযোগটি এখনো আমার হাতে আসেনি। আগামীকাল (সোমবার) হয়তো পাবো। হাতে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।