এম.এ.রাজা : হবিগঞ্জের বহুলা গ্রামের মৃত সাবু মিয়ার ছেলে মোঃ জাহির মিয়া (৪২) মাদক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
গতকাল সোমবার (২০শে জুলাই) বিকাল ৬’টার সময় পেট্রোল পাম্প এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মাদক ছাড়াও তার বিরুদ্ধে পৃথক আরও আটটি মামলা আছে।
অন্যদিকে দুলাল মিয়া (৫০) পিতা মৃত মমতাজ উদ্দিন সাং ইনাতাবাদ জঙ্গল বহুলা, শফিক মিয়া (৩০) পিতা মৃত তোতা মিয়া সাং ধুলিয়াখাল, এই দুজনকে চেক ডিজঅনার মামলায় পুলিশ নিজ বসত ঘর থেকে গতকাল ২০’শে জুলাই রাত এগারোটায় গ্রেপ্তার করে।
হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলীর নেতৃত্বে এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী এদেরকে গ্রেফতার করেন। এ সময় সহযোগিতায় ছিল সদর থানার একদল পুলিশ সদস্য।
সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী “দৈনিক আমার হবিগঞ্জ” প্রতিনিধিকে জানান, এই তিনজন দীর্ঘদিন ধরে পলাতক ছিল আজ গোপন সংবাদের ভিত্তিতে এদেরকে গ্রেফতার করা হয়।