ক্রেতা সংকটে ঢাকা,বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে তরমুজ পানিতে ফেলে দিচ্ছেন কৃষক ও মধ্যস্বত্বভোগী (পাইকার) ব্যবসায়ীরা।
এমন নিউজ গত কয়েকদিন ধরে দেশের প্রথম শ্রেণীর মিডিয়াগুলো প্রচার করে আসছে। অন্যদিকে হবিগঞ্জ জেলা শহরে পুরোটাই উল্টো চিত্র তরমুজের বাজারে। এখনো ক্রেতাদের নাগালের বাহিরে তরমুজের দাম।
সোমবার (১০ এপ্রিল) সরজমিনে ঘুরে দেখা যায়, চৌধুরী বাজার এবং শায়েস্তানগর বাজারে প্রচুর তরমুজ নিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতারাও এসেছেন চৈত্রের গরমে অতিষ্ঠ হয়ে সুস্বাদু এই ফলটি কিনে নিতে। কিন্তু দাম নাগালের বাহিরে হওয়ায় অনেকেই সুবিধা করতে পারছেন না।
কেউ কেউ বাধ্য হয়ে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত দাম দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন তরমুজ। আবার অনেকে খালি হাতে ফিরে যাচ্ছেন তরমুজ না কিনেই।
শায়েস্তানগর বাজারে বড় সাইজের তরমুজগুলো বিক্রয় হচ্ছে চার থেকে পাঁচশত টাকায়, মাঝারিগুলো ৩শ থেকে সাড়ে ৩শ, ছোট্ট গুলো ২ থেকে আড়াইশো টাকা , অর্থাৎ ২শ টাকার নিচে কোনো তরমুজ কেনা যাচ্ছে না।
দেশের বিভিন্ন স্থানে তরমুজের ক্রেতা পাওয়া যাচ্ছে না, ফেলে দেওয়া হচ্ছে পানিতে অন্যদিকে হবিগঞ্জে তরমুজের দাম বেশি হওয়ায় এ নিয়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে বাক বিতর্কতা ঝগড়াঝাঁটি হতে দেখা যাচ্ছে। সেলিম মিয়া নামের এক তরমুজ ক্রেতা বলেন, টিভিতে দেখলাম দেশের বিভিন্ন স্থানে দাম না পেয়ে ব্যবসায়ীরা পানিতে ফেলে দিচ্ছেন তরমুজ।
অন্যদিকে আমরা অতিরিক্ত দাম হওয়ায় তরমুজ কিনতে পারতেছি না। যেটা আসলেই দুঃখজনক, মনে হয় বাজার মনিটরিং এর দায়িত্বে থাকা লোকজন নিয়মিত তদারকি না করার কারণে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তরমুজের দাম বাড়িয়ে বিক্রয় করতেছেন।
শায়েস্তানগর বাজারের তরমুজ ব্যবসায়ী শামসু মিয়া সহ আরো একাধিক ব্যবসায়ীর সাথে কথা বললে তারা জানান, যে জায়গাগুলোতে দাম না পেয়ে তরমুজ পানিতে ফেলে দেওয়া হচ্ছে। তারা নাকি ওইখান থেকে তরমুজ নিয়ে আসেন না। কারণ ওই স্থানের তরমুজগুলো ভালো না।
তারা কোথা থেকে তরমুজ আনেন এই প্রশ্নের জবাবে ব্যবসায়ীরা সঠিক উত্তর দিতে পারেননি। বলেন আড়ৎ ধাররা কোথা থেকে আনে তারাই ভালো জানে এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না। তবে শায়েস্তানগর বাজারের তুলনায় চৌধুরী বাজারে তরমুজের দাম অনেকটাই কম।