এম.এ.রাজা।। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে সরকারি নির্দেশনা অনুযায়ী সোমবার(৫এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য চলছে লকডাউন।
গণপরিবহন ও শপিংমলগুলো শতভাগ বন্ধ রাখার নির্দেশনা থাকলেও হবিগঞ্জে দেখা গেছে শহরের ভিতরে ছোটখাটো গণপরিবহন গুলো চলছে।
তবে বড় বড় শপিং মহল ও অধিকাংশ দোকানপাটই বন্ধ ছিল। হবিগঞ্জ থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো পরিবহন।
লকডাউন কার্যকর করতে এবং সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতনতা করে চলাফেরা করতে সারাদিনই মাঠে তৎপর ছিলেন প্রশাসনের লোকেরা। এসময় পথচারীদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করতেও দেখা গেছে।
এছাড়াও স্বাস্থ্যবিধি আচরণ লংঘন করার কারণে হবিগঞ্জ শহর সহ বিভিন্ন উপজেলা শহরে দেখা গেছে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করতে।
গণপরিবহন পরিবহন গুলোতে অতিরিক্ত যাত্রী ও মুখে মাস্ক না থাকার কারণে যাত্রী ও চালক উভয়কেই অনেক জায়গায় অর্থদণ্ড প্রধান করা হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এনডিসি জানান, দুপুরে শহরের বিভিন্ন জায়গায় ডিসি স্যার নিজেই মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এছাড়াও প্রশাসনের লোকেরা শহরের বিভিন্ন জায়গায় তৎপর আছেন, লকডাউনের দিনগুলোতে এভাবেই মাঠে প্রশাসনের লোকেরা নিয়মিত তৎপর থাকবেন।