হবিগঞ্জে ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 21 June 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ

Link Copied!

এম এ রাজা :   হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০জুন) বিকালে পইল রোড এলাকার ড্রেনে নবজাতকের লাশ দেখতে পেয়ে টমটম চালক শাহজাহান মিয়া সদর থানায় খবর দিলে এসআই মহিন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

লাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায় নবজাতকটি ভালোবাসার ফসল তাদের নিজের অপকর্ম ঢাকতে নবজাতককে ফেলে রেখে গেছে।  ময়নাতদন্ত শেষে নবজাতকের লাশ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হবে। লাশটি দেখার জন্য ওই এলাকায় শত শত উৎসুক জনতার ভিড় ছিল।