হবিগঞ্জে ডিসি-এসপির উপস্থিতিতে শিশু পরিবারে বিয়ে অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 5 September 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ডিসি-এসপির উপস্থিতিতে শিশু পরিবারে বিয়ে অনুষ্ঠিত

Link Copied!

হবিগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সরকারী শিশু পরিবারে বিয়ে অনুষ্ঠিত হয়েছে। শিশু পরিবারের পুরণো সদস্য শামীম মিয়ার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাহেনা বেগম।

সোমবার (৫ সেপ্টেম্বর) হবিগঞ্জ শিশু পরিবারে এ বিয়ে আয়োজন করা হয়। বিবাহিত নবদম্পতি দুজনেই শিশু পরিবারের পুরণো সদস্য।

এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, বিশিষ্ট সমাজকর্মী তাহমিনা বেগম গিনি, সাংবাদিকবৃন্দ প্রমুখ।

এ আয়োজনে সহায়তা প্রদানের জন্য সকল সহৃদয়বান ব্যক্তিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এভাবে এতিমের পাশে থাকার আহ্বান জানান জেলা প্রশাসক ইশরাত জাহান ।