হবিগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সরকারী শিশু পরিবারে বিয়ে অনুষ্ঠিত হয়েছে। শিশু পরিবারের পুরণো সদস্য শামীম মিয়ার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাহেনা বেগম।
সোমবার (৫ সেপ্টেম্বর) হবিগঞ্জ শিশু পরিবারে এ বিয়ে আয়োজন করা হয়। বিবাহিত নবদম্পতি দুজনেই শিশু পরিবারের পুরণো সদস্য।
এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, বিশিষ্ট সমাজকর্মী তাহমিনা বেগম গিনি, সাংবাদিকবৃন্দ প্রমুখ।
এ আয়োজনে সহায়তা প্রদানের জন্য সকল সহৃদয়বান ব্যক্তিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এভাবে এতিমের পাশে থাকার আহ্বান জানান জেলা প্রশাসক ইশরাত জাহান ।