হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে চোরাই গাড়িসহ আটক ২ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 12 January 2024
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে চোরাই গাড়িসহ আটক ২

এম এ রাজা
January 12, 2024 12:17 pm
Link Copied!

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে চোরাই পুরাতন সাদা রংয়ের মাইক্রোবাস টয়োটা ২০০৪ মডেল নোহা প্রাইভেট গাড়িসহ ২ ব্যক্তি আটক । গত বুধবার (১০ জানুয়ারি) রাত ৩ টা ৪০ মিনিটের সময় বাহুবাল উপজেলার ডুবাঐ বাজার হতে চোরাই গাড়িসহ ওই দুই ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশ।

আটককৃতরা হলো বাহুবল উপজেলার গোকুলপুর গ্রামের বাসিন্দা লক্ষীকান্ত দেবনাথের ছেলে অলক দেবনাথ(৩০), ও একই উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা আব্দুল হামিদের ছেলে মোঃ বেল্লাল হোসেন (৩০)। অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের এসআই আলমগীর ও এসআই সত্যজিৎ সাথে ছিল ডিবি অন্যান্য সদস্যরাও।

২০০৪ মডেল নোহা প্রাইভেট গাড়ি যার নাম্বার প্লেট ঢাকা মেট্রো- চ- ১৩-৩৭০০, নাম্বারের চোরাই পুরাতন সাদা রংয়ের মাইক্রোবাস টয়োটা,যার মূল্য অনুমান ৭,০০,০০০/- টাকা। গাড়িটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এবিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে চোরাইচক্রের অন্যান্য সদস্যদেরকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে আসামিদের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় এজাহার দায়ের করা হয়।