হবিগঞ্জ জেলা (ডিবি) গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ২টি চোরাই মিশুক গাড়ী উদ্ধারসহ ২ জনকে আটক করা হয়েছে।
জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি নির্দেশনায় গত বুধবার (১৭আগস্ট) ভোর ৫টায় বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ পৌরসভার অন্তর্গত স্টাফ কোয়ার্টারস্থ ১৭নং আবাসিক এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইটের সামনের পাকা রাস্তা থেকে পৌরসভার ১নং ওয়ার্ডে র উমেদনগর পুরাণ হাটির মৃত শুকুর মিয়ার পুত্র মো: হানিফ মিয়া ও একই এলাকার সমুজ আলীর পুত্র সাইফুর রহমানকে ২টি চোরাই মিশুক গাড়িসহ আটক করেছে জেলা ডিবি পুলিশের একটি দল।