হবিগঞ্জে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 28 December 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

Link Copied!

রায়হান উদ্দিন সুমন  :  হবিগঞ্জে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে ও এটুআই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রফিকুল আলম এর সভাপতিত্বে ডিজিটাল সেন্টারের ১১ বছরে পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন ২০২১ এর বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

 

 

 

 

ছবি : অনুষ্ঠানে শ্রেষ্ঠ উদ্যোক্তার পুরষ্কার তুলে দিচ্ছেন জেলা প্রশাসক ইশরাত জাহান

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রথামিক শিক্ষা অফিসার, জেলা মৎস্য কর্মকর্তা, সহকারী পরিচালক, জেলা পাসপোর্ট অফিস, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ ও কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

 

 

 

 

 

ছবি : অলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত জেলা প্রশাসক ইশরাত জাহানসহ অন্যান্য অতিথিবৃন্দ

 

 

 

 

 

 

 

 

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা (পুরুষ) নির্বাচিত হন নবীগঞ্জ দীঘলবাক ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মনসুর আহমদ ও জেলার শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা নির্বাচিত হন চুনারুঘাট আহমদাবাদ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কনিকা গোয়ালা।