এম.এ.রাজা।। হবিগঞ্জ শহরে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ,কোন ধরনের দোষ ছাড়াই মামলা দিয়ে হয়রানি সহ বিভিন্ন অভিযোগ এনে ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রেখেছে ট্রাক শ্রমিকরা।

ছবি : হবিগঞ্জে ট্রাফিক পুলিশের চাঁদাবাজির অভিযোগে সড়ক অবরোধ করে রেখেছে ট্রাক শ্রমিকরা
রবিবার (১৭ অক্টোবর) সকাল ৮ টা থেকে বেলা ১ টা পর্যন্ত শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করা হয়।
এসময় শহরের ট্রাফিক পয়েন্ট থেকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখাল এলাকার প্রায় ৪ কিলোমিটার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। আন্দোলনরত ট্রাক শ্রমিকদের সাথে যোগ দেয় বাসসহ অন্য শ্রমিকরাও।
জানা যায়, রবিবার সকালে হবিগঞ্জ জেলা ট্রাফিক সার্জেন্ট বদর উদ্দিন শহরের উমেদনগর এলাকার বাসিন্দা ট্রাক চালক সোহেল মিয়াকে আটকিয়ে ১২ হাজার টাকা জরিমানা করে মামলা দেন ।
এ মামলার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে ট্রাক চালকরা সড়ক অবরোধ করে রাখে।
পরবর্তীতে খবর পেয়ে হবিগঞ্জ সদর সার্কেলে এএসপি মাফরোজা আক্তার শিমু, সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদসহ ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ একত্রিত হয়ে সমাধানের আশ্বাস দিলে সকাল ১১ টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।