জিকে ইউসুফ/পলাশ পাল : হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে টমটম ইজিবাইক শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।
গুরুত্বর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে শহরের চৌধুরী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ছবি : শহরের চৌধুরী বাজারে দুই গ্রুপের সংঘর্ষ থামাতে পুলিশের অ্যাকশন
স্থানীয় সূত্রে জানা যায়, রামপুর থেকে সাতগ্রাম সড়কের মধ্যে চলাচলরত টমটম ইজিবাইক শ্রমিকদের দুটি গ্রুপ রয়েছে। একটি গ্রুপের নেতৃত্ব দেন শেখ হান্নান ও অপর গ্রুপের মুক্তার হোসেন। দীর্ঘদিন ধরে শহরের চৌধুরী বাজারের খোয়াই পাড়ে স্ট্যান্ড দখল নিয়ে দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে।
এ বিরোধের জেরে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুত্বর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছবি : শহরের চৌধুরী বাজারে টমটম ও ইজিবাইক চালকের মধ্যে সংঘর্ষ আহত ২০
বাকিদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়।সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক অালীর নেতৃত্বে এস আই হারুনুর রশিদ একদল পুলিশ নিয়ে পরিস্হিতি নিয়ন্তণ আনেন।