হবিগঞ্জে টমটম এর ভাড়া ৫ টাকা : আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 13 June 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে টমটম এর ভাড়া ৫ টাকা : আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত

Link Copied!

এম.এ.রাজা।। আগামী  সোমবার (১৪জুন) থেকে হবিগঞ্জ শহরে অটোরিকশা টমটম পূর্বের নির্ধারিত ভাড়া ৫ টাকায় চলবে।
করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায়, সারা দেশের ন্যায় হবিগঞ্জে ও স্বাস্থ্যবিধি রক্ষার্থে স্বল্প যাত্রী নিয়ে টমটম ইজিবাইক যাতায়াতের নির্দেশনা দেওয়া হয়েছিল। এই জন্য নির্ধারিত ভাড়া ৫ টাকা থেকে ১০ টাকা করা হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে হবিগঞ্জে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় টমটম ইজিবাইক এর ভাড়া ১০ টাকা   থেকে কমিয়ে আগের ন্যায় ৫ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার(১৩জুন)  সকালে হবিগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক হবিগঞ্জ শহরে মাইকিং করে জানিয়ে দেয় হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষ।

ছবি : শহরে টমটমের নির্ধারিত ভাড়া মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হচ্ছে

জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে মাসিক জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির। আরো উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমসহ জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহীনির প্রধান, ব্যবসায়ি ও পরিবহণ নেতারা উপস্থিত ছিলেন।
মাসিক জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর সরকার সারাদেশে বিধিনিষেধ শুরু করে। এ সময় হবিগঞ্জ শহরের চলাচলরত টমটম ইজিবাইকে অর্ধেক যাত্রী পরিবহণের শর্তে ভাড়া ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়। করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় টমটম ইজিবাইক মালিক-শ্রমিক নেতাদের সাথে সমন্বয় করে ভাড়া কমিয়ে পূর্বের ন্যায় ৫ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে । রোববার অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
 আইন-শৃঙ্খলা কমিটির মিটিং শেষে হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষ থেকে প্রেসরিলিজের মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া।