হবিগঞ্জ শহরে জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শিক্ষকদের ওপর হামলার ঘটনায় জেলা প্রশাসক ইশরাত জাহানের কাছে স্বারক লিপি ও অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৯এপ্রিল) ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জেলা প্রশাসক বরাবরে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে গত ১৮ এপ্রিল প্রার্থী মোঃ শাজাহানের ছোট ভাই রায়হান, ইমনসহ আরও কয়েকজন ক্লাস চলাকালিন সময়ে শ্রেণীকক্ষে প্রবেশ করে সিনিয়র শিক্ষক কামাল উদ্দিন ও হুমায়ন কবিরের উপর হামলা চালায়।
হামলার এক পর্যায়ে সন্ত্রাসীরা এসএসসি পরিক্ষার প্রয়োজনীয় বিভিন্ন তথ্যাদি চুরি করে নিয়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ আবুল হাসান জানান, শিক্ষকের উপর হামলা ও বিদ্যালয়ের জরুরী তথ্যাদি চুরির ঘটনা ঘটেছে। আমরা ন্যায় বিচার চেয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি। আশা করছি ন্যায় বিচার পাব।