মোঃ খায়রুল ইসলাম সাব্বির : এই মহামারি করোনা ভাইরাস এর কারনে ছেলে মেয়েদের পড়া লেখা যেন কোন কারনে নষ্ট না হয় সে জন্য হবিগঞ্জ জেলা প্রশাসন’র উদ্যোগে ও জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় ৩’টি অনলাইন ক্লাস রেকর্ডিং স্টুডিও শুভ উদ্বোধন করা হয়।
রবিবার (২৬ জুলাই) জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুল হাসান’র সভাপতিত্বে জুম কনফারেন্স এর মাধ্যমে এই উদ্বোধন অনুুুষ্ঠান শুরু করা হয়।
এসময় সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ মশিউর রহমান, এনডিসি এ অনলাইন ক্লাস এর রেকর্ডিং স্টুডিও উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ আরো অনেকেই।