জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলার সিপাহসালার সাইয়্যদ নাসিরুদ্দীন একাডেমি প্রাঙ্গণে মহিলা সমাবেশ অনূষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০মার্চ) দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় উক্ত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ ।
বিশেষ অতিথি অতিথির বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা,বিটিভি’র জেলা প্রতিনিধি আলমগীর খান।
একাডেমী ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মাওঃ মুখলিছুর রহমানের সভাপতিত্বে মহিলা সমাবেশে ভিডিও কলের মাধ্যমে প্রকল্প কার্যালয় থেকে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান ও উপপরিচালক (অর্থ ও প্রশাসন) ফারহানা হোসেন।আয়োজক হিসাবে জেলা তথ্য অফিসার পবন চৌধুরী উক্ত মহিলা সমাবেশের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিশদ আলোচনা করেন৷