হবিগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায়দের মধ্যে সবজি বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 10 May 2020

হবিগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায়দের মধ্যে সবজি বিতরণ

Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি :   বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,আগামীর রাষ্টনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায়, ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে রোববার(১০মে) হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীর উদ্যোগে শহরের আরডি হল প্রাঙ্গণে প্রায় ৩০০ শত মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় সবজি বিতরণ করা হয়েছে  এছাড়া সদর হাসপাতালে করোনা রোগীদের ইফতার, করোনা রোগীদের বাড়িতে ইফতার, চিকিৎসক ও নার্সদের মাঝে পিপিই দেয়া হয়েছে।
আরডি হল প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্যে রুবেল আহমেদ চৌধুরী বলেন,করোনা ভাইরাসের জন্য কর্মহীন হত-দরিদ্র মানুষদের কাজ কর্ম না থাকার কারণে তারা আজ দিশেহারা । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আমাদের সাধ্যমতো মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ইতিমধ্যে তিন ধাপে উপহার সামগ্রী/খাদ্য বিতরণ করা হয়েছে, মাক্স বিতরণ করা হয়েছে, ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। যতদিন এই মহামারী থাকবে ততদিন ইনশাআল্লাহ আমরা মানুষদের পাশে থাকব।
সবজি বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সহ-সভাপতি আরিফে রাব্বানী টিটু,সহ সভাপতি এডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, নুরুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওন,সাইদূর রহমান,হানিফ আহমেদ নীরব,ক্বারী আব্দুল মুতিন,সহ সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ,আব্দুল মন্নান রাসেল,মিনহাজ উদ্দিন, দপ্তর সম্পাদক নাজমুস শাকিব শুভ,ক্রীড়া সম্পাদক দেওয়ান বাকী চৌধুরী রাজিব,অর্থ সম্পাদক দেওয়ান শাকিল চৌধুরী, জেলা ছাত্রদলের সম্মানিত সদস্য, মোঃ ইলিয়াস আলী,আবিদুর রহমান রাকিব, আরিফুল ইসলাম, মুহিদুল ইসলাম, খাইরুল ইসলাম সিয়াম,হাসান চৌধুরী, আবু বক্কর,তানভীর আহমেদ।

প্রেস রিলিজ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়