হবিগঞ্জে জালিয়াতি করে শিক্ষক নিয়োগ বাণিজ্য, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অধীনেই তদন্ত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 18 July 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে জালিয়াতি করে শিক্ষক নিয়োগ বাণিজ্য, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অধীনেই তদন্ত

Link Copied!

 

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে জালিয়াতি করে শিক্ষক কর্মচারী নিয়োগের বিষয়টি তদন্ত করতে শিক্ষা অধিদপ্তর থেকে সিলেটের উপপরিচালককে নির্দেশ দেয়া হয়েছে। সিলেটের উপপরিচালক জাহাঙ্গীর কবির আহমেদ হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো: রুহুল্লা’কে তদন্তের দায়িত্ব দিয়েছেন বলে জানা গেছে।

জেলা শিক্ষা অফিসার মো: রুহুল্লা দুজন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একজন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষককে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেন। জানা যায়, হবিগঞ্জে সদ্য এমপিওভুক্ত বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ২০০৫ সালের নীতিমালায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, ভুয়া ইন্টারভিউ বোর্ড দেখিয়ে জালিয়াতি করে লাখ লাখ টাকার বিনিময়ে অযোগ্য লোকদেরকে শিক্ষক কর্মচারী পদে নিয়োগ দেখানো হয়েছে। যেসব লোকদেরকে ২০০৫ সাল থেকে নিয়োগ দেখানো হয়েছে তাদেরকে এলাকাবাসী চিনবে দূরের কথা ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই চিনে না।

অথচ কাগজপত্রে তারা নাকি ১৫ বছর ধরে শিক্ষকতা করে আসছেন! প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের বাদ দিয়ে উড়ে এসে জুড়ে বসা বহিরাগত লোকদেরকে নিয়োগ দেখানোর মূল হোতা হবিগঞ্জ দারুছুন্নাহ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ফারুক মিয়া। তিনি কয়েকটি প্রতিষ্ঠানের বর্তমান ম্যানেজিং কমিটিকে আঁতাত করে নিজের হাতে ভুয়া রেজুলেশন লিখে, পত্রিকায় ভুয়া বিজ্ঞপ্তি দেখিয়ে, নিয়োগ কমিটির সীল স্বাক্ষর জালিয়াতি করে নিয়োগ সংক্রান্ত এসব রেকর্ড তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে।

জালিয়াতি করে তৈরি করা এসব ভুয়া কাগজপত্র দিয়ে ৬০ বছরের বৃদ্ধ পর্যন্ত এমপিওভুক্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। নাটের গুরু অধ্যক্ষ ফারুক মিয়ার হাতের তৈরি এসব ফাইল উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার হয়ে সিলেটের উপপরিচালকের কার্যালয় গিয়ে এমপিওভুক্ত হয়েছে। ফলে অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বর্তমান দায়িত্বরত ম্যানেজিং কমিটি, উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার ও উপপরিচালক কেউই এসব অনিয়ম দুর্নীতি ও জালিয়াতির দায় এড়াতে পারেন না। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকেই যদি তদন্তের দায়িত্ব দেয়া হয় তাহলে? “শুটকির নৌকায় বিড়াল চৌকিদার” প্রবাদের মত আইওয়াশ ছাড়া আর কিছুই নয়।

 

        ছবি: তদন্ত করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একটি ডকুমেন্ট, অধ্যক্ষ ফারুক মিয়া

 

জালিয়াতি করে ফারুক মিয়ার হাতের তৈরি ভুয়া ডকুমেন্টস দিয়ে চুনারুঘাটের হাজী জোবায়দা সুন্নিয়া দাখিল মাদ্রাসায় সহ সুপার পদে উবায়দুল ইসলাম ইনডেক্স এম ০০০৭৫৫৪, জুনিয়র শিক্ষক পদে মো: ফজলুল হক ইনডেক্স এম ০০০৭৫৫৩, হবিগঞ্জের দারুল হুদা মাদ্রাসার মো: আইয়ুব আলী ইনডেক্স এম ০০০৭৫৫৬, মঞ্জুর আলী ইনডেক্স এম ০০০৭৫৬০, আব্দুল ওয়াহিদ ইনডেক্স এম ০০০৭৫৫৫ ও উবায়দুল হক ইনডেক্স এম ০০০৭৫৫৮ এমপিওভুক্ত হয়েছেন। এমপিওভুক্তির জন্য তাদের সাবমিট করা কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়, হাজী জোবায়দা দাখিল মাদ্রাসার ভুয়া রেজুলেশন, ভুয়া ইন্টারভিউ বোর্ড সবকিছুই জালিয়াতি করে অধ্যক্ষ ফারুক মিয়ার হাতের তৈরি, তারপরও এসব ভুয়া ডকুমেন্টস দিয়ে উবায়দুল ইসলাম ও ফজলুল হক এমপিওভুক্ত হয়েছেন। দারুল হুদা দাখিল মাদ্রাসার মো: আইয়ুব আলীর জন্ম তারিখ তিনটি, একেক সনদে একেক জন্ম তারিখ এবং কোনো ইন্টারভিউ রেজাল্ট শীট নেই, ষাটোর্ধ মঞ্জুর আলীর জাতীয় পরিচয় পত্রে জন্ম তারিখ ১৯৬০, ওয়াহিদ মিয়ার জন্ম তারিখ ১৯৬৭ তাদের কোনো ইন্টারভিউ রেজাল্ট শীট সি,এস নেই প্যাডে বানানো জাল সার্টিফিকেট দিয়েই তারা এমপিওভুক্ত হয়েছেন।

জালিয়াতির এসব ফাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে জমা দেয়ার সাথে সাথেই বিভিন্ন পত্রপত্রিকায় অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ পায়। এসব অভিযোগ সত্ত্বেও সংশ্লিষ্ট শিক্ষা অফিসার রহস্যজনক কারণে এসব ভুয়া ফাইল এমপিওভুক্তির অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক বরাবর সদরের চাঁনপুর এলাকাবাসী লিখিত অভিযোগ করার পর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাঁনপুর দারুছুন্নাহ দাখিল মাদ্রাসার অনিয়মের বিষয়টি সরজমিন তদন্ত করেন। এদিকে জেলা শিক্ষা অফিসারের সাজানো তদন্ত টিমের তদন্তে থলের বিড়াল বেরিয়ে আসবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সচেতন মহল।

কেননা যার বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল সেই শিক্ষা অফিসার নিজের অধীনস্থ কর্মকর্তাদেরকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। যার অধীনে চাকুরী করেন তার বিরুদ্ধে কিভাবে তদন্ত করবেন তা নিয়ে বিব্রতবোধ করছেন তদন্ত টিমের এক সদস্য।

এ ব্যাপারে শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে আলাপকালে তিনি জানান, যারা জালিয়াতি করে এমপিওভুক্ত হয়েছে তাদের এমপিও বাতিল সহ জালিয়াতির সাথে যে বা যারা জড়িত প্রত্যকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

হবিগঞ্জ দারুছুন্নাহ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ফারুক মিয়া সহ জালিয়াতির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ।