হবিগঞ্জে জামায়াতের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 24 December 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে জামায়াতের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

Link Copied!

হবিগঞ্জে জামায়াত নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

শনিবার (২৪ডিসেম্বর) বিকেলে শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, হবিগঞ্জ জেলা জামায়াতের ব্যানারে হাঠাৎ করে শহরের শায়েস্তানগর এলাকায় কয়েকশত নেতাকর্মী গণ মিছিল শুরু করে। মিছিলটি শায়েস্তানগর পয়েন্টে পৌঁছার পুর্বেই একদল পুলিশ তাদেরকে ধাওয়া দেয়।

এসময় জামায়াতের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

তিনি আরো জানান, পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিলে তারা পিছু হটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে, দায়িত্ব পালনকালে ইটের আঘাতে আহত হন, এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আব্দুল হালিম। তাকেও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

একই সময়ে বিএনপি ও অঙ্গ সংগঠনও গণ মিছিল করেছে।