এফ এম খন্দকার মায়া : হবিগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা, চিত্রাংকন ও হাতের সুন্দর লেখা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকালে হবিগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
জানা যায়, ১৫’ই আগস্ট জাতীয় শোক দিবস ও অন্যান্য জাতীয় দিবস-২০২০ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজন করা হয় রচনা, চিত্রাংকন ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতার। এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ী বিভিন্ন প্রতিষ্টানের ছাত্র-ছাত্রী ও অভিভাবক প্রমুখ।