৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, এমপি।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এঁর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ নুরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
১৭ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই মেলার আজ ছিল শেষ দিন। প্রত্যেকটি প্রতিযোগিতায় জেলার সকল উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে ফলাফল ঘোষণা এবং বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।