হবিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহে মুক্তিযোদ্ধা ও মহিলাদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 26 April 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহে মুক্তিযোদ্ধা ও মহিলাদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

Link Copied!

সৈয়দ সালিক আহমেদ।।  “খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” এই  প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  হবিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে  মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেনী পেশার মহিলাদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।
রবিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে  আলোচনা সভা ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

ছবি : পুষ্টিকর খাবার তোলে দিচ্ছেন জেলা প্রশাসক ইশরাত জাহান

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এসময় তিনি বলেন, একজন মায়ের খাদ্যের ঘাটতি থাকলে আমরা তার কাছ থেকে একটি সুন্দর শিশু আশা করতে পারিনা, সুতরাং প্রত্যেক মায়ের প্রতি আমাদের আরো যত্নশীল হতে হবে।
 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার,  ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান,  জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেখ সোমা জামান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ কলিম উল্লাহ শিকদার প্রমুখ।  অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মা।
এসময় ২৮জন মাকে তার শিশুদের জন্য, ১৫ জন মুক্তিযোদ্ধা এবং বয়স্ক ব্যক্তিদের হেলথ চেকআপ ও পুষ্টিকর খাবার প্রদান করা হয়।