হবিগঞ্জে জাতীয় গণগ্রন্থাগার দিবস পালন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 5 February 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে জাতীয় গণগ্রন্থাগার দিবস পালন

Link Copied!

‘সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’ প্রতিপাদ্য সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে  হবিগঞ্জে জাতীয় গণগ্রন্থাগার দিবস পালিত হয়েছে।

২০১৭ সালের ৩০ অক্টোবর মন্ত্রিপরিষদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে ঘোষণা করেন।

২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো দিবসটি উদযাপন করা হয়।

এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগারের আয়োজনে শনিবার (৫ জানুয়ারী) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাদিয়া আক্তার, জেলা গ্রন্থাগারের লাইব্রেরিয়ান জনাব মোঃ সাইফুল ইসলামসহ আরো অনেকেই ।

এ সময় অনুষ্ঠানে বিভিন্ন বয়সের মানুষদের বই পড়ায় আকৃষ্ট করার বিষয়ে আলোচকবৃন্দ অভিমত ব্যক্ত করেন।