শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জনতা ব্যাংক লিমিটেডের হবিগঞ্জ কর্পোরেট শাখার সিনিয়র অফিসার মো. নাদিরুজ্জামান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত ১৮ জুলাই হবিগঞ্জ সদর হাসপাতালে টেস্ট করালে ২১ জুলাই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে নাদিরুজ্জামান নিজ বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
তিনি হবিগঞ্জ ব্যাংকারস এসোসিয়েশন এর সহ সমাজকল্যাণ সম্পাদক ও কৃষিবিদ ব্যাংকারস এসোসিয়েশন হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক। এছাড়া ছাত্র অবস্থায় বহু সামাজিক সাংস্কৃতিক সংগঠনে জড়িত ছিলেন।
করোনা ভাইরাসের কারনে সারাদেশে যখন লকডাউন অবস্থা তখনও তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে নিয়মিত অফিস করেছেন। এ ব্যাপারে তাঁর সকল শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষীগণ সামাজিক যোগাযোগ মাধ্যম ও সরাসরি দোয়া চেয়েছেন।