হবিগঞ্জে ছাত্র ইউনিয়নের নেতারা তৈরী করল হ্যান্ড স্যানিটাইজার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 25 March 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ছাত্র ইউনিয়নের নেতারা তৈরী করল হ্যান্ড স্যানিটাইজার

Link Copied!

কাকলি আক্তার,হবিগঞ্জ-প্রতিনিধিঃ “প্রাণে প্রাণ মেলাবোই বলে রাখি” এই স্লোগান কে ধারণ করে হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়ন সমাজের নিম্নবিত্ত ও অসহায় মানুষদের জন্য তৈরি করছে হ্যান্ড স্যানিটাইজার।
জেলা সভাপতি প্রণব কুমার দেব আমার  হবিগঞ্জ কে জানান, আমাদের এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে সহযোগিতা করছে বৃন্দাবন সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থীরা। আমরা বিভিন্ন জায়গা থেকে গণচাঁদা ও সাধারণ মানুষদের কাছ থেকে উত্তোলিত অর্থ দিয়েই এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করার তহবিল সংগ্রহ করেছি। আমরা বরাবরের মতই সমাজের দলিত, অসহায় ও গরীবদের পাশে ; আমরা আমাদের এই স্যানিটাইজার গরীবদের মধ্যে বিতরণ করব।
উল্লেখ্য, দু তিন দিনের মধ্যেই এই স্যানিটাইজার তৈরি কার্যক্রম শেষ হয়ে বিতরণ করা হবে বলে জানিয়েছেন ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দরা।